টার্মস এন্ড কন্ডিশন

আপনি যদি আমাদের কাছ থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করার জন্য পেমেন্ট করার পরপরই রিফান্ড চান, আমরা অবশ্যই তা পূর্ণ রিফান্ড করে দিতে প্রস্তুত আছি ততক্ষণ পর্যন্ত যতক্ষন না পর্যন্ত আমরা আপনার ডোমেইন / হোস্টিং পারচেজ না করি।

যদি আমরা ডোমেইন / হোস্টিং পারচেজ করে ফেলি তবে কোন ক্রমেই আপনি রিফান্ড পাবেন না।

আপনি যখন কোন প্ল্যান পারচেজ করবেন তার বছর পর রিনিউ করার সময় আপনাকে আমাদের ওয়েবসাইটে আপনার প্ল্যানটি চেক করতে হবে। বর্তমান মূল্যের সমপরিমাণ টাকা পরিশোধ করতে হবে। সেটা কম অথবা বেশি হতে পারে।

যেকোন সময় মূল্য বা শর্তাবলী পরিবর্তন করার সময় অধিকার রাখে www.azadwebit.com

টাকা কোন নাম্বারে পাঠাবেন

আমাদের এই প্রতিষ্ঠানের যেকোন প্ল্যান পারচেজ করার সময় শুধু মাত্র এই বিকাশ ও নগদ 01878305010 নাম্বারে পেমেন্ট গ্রহণ করে থাকি। তাই অন্যকোন নাম্বারে পেমেন্ট করা থেকে বিরত থাকুন ও কোন ভুল তখন গ্রহণযোগ্য হবে না।

যেকোন পরামর্শ ও সহযোগীতা পেতে কল করুন: 01878305010

Official Facebook Page: https://facebook.com/azadwebit

  • সার্ভিস অর্ডারের সাথে কাস্টোমারকে অবশ্যই ৭০% পেমেন্ট অগ্রিম পরিশোধ করতে হইবে।
  • সার্ভিস অর্ডারের সাথে দেওয়া ৭০% পেমেন্ট গ্রহণ করে আমরা যখন কোন প্রজেক্টের/ সার্ভিসের/ ওয়েবসাইটের কাজ শুরু করি তা প্রাথমিক ডেভেলপমেন্ট চার্জ ও বিভিন্ন  টুলস/ সফটওয়্যার/ স্ক্রিপ্ট/ থিম/ প্লাগিন কেনাকাটার জন্য নেওয়া হয়ে থাকে। যাহা কোনক্রমেই ফেরতযোগ্য নহে।
  • তাছাড়া আমাদের সকল পণ্য/ সার্ভিসই ডিজিটাল, তাই সার্ভিস অর্ডারের সাথে পাওয়া টাকার কোন রিফান্ড দেওয়া সম্ভব না।
  • কাস্টোমার যদি তার অনভিজ্ঞতার দরুন এমন কোন ক্ষতিগ্রস্ততা তৈরী করে যে সাইটটি আবার রীতিমত পূণরায় তৈরী করা লাগতে পারে তাহলে অবশ্যই কাস্টোমারকে আলাদা সার্ভিস চার্জ প্রদান করতে হবে।
  • ডেভেলপেড বাই আজাদ ওয়েব আইটি, এই ক্রেডিটটা বাধ্যতামূলক প্রতিটি ওয়েবসাইটে রাখতে হবে।
  • আমরা কোন কাস্টোমারের গোপনীয় তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে দিয়ে থাকি না। যেমন ধরুন – কাস্টোমারের ব্যাক্তিগত তথ্য, মোবাইল নাম্বার, ইমেইল অথবা তার ওয়েবসাইট সংক্রান্ত কোন গোপন তথ্য আমরা কাউকে দেইনা। এমনকি প্রজেক্ট সম্পন্ন হলে কাস্টোমার নিজ দায়িত্বে তার গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারে। আমাদের কোন বাধ্যবাধকতা নেই।
  • আমাদের কাছে কোন সম্ভাব্য কাস্টোমার এসে যদি আগে ডেভেলপ করা কোন কাজ দেখতে চায় ডেমো হিসেবে আমরা তখন আমাদের লিস্টে থাকা লিঙ্কগুলোকে রেন্ডমলি তাদেরকে সেন্ড করে থাকি। শুধুমাত্র এইজন্য যে, আমাদের কাস্টোমার যেন আমাদের পূর্ব কাজের অভিজ্ঞতা দেখতে পারে বা যাচাই করতে পারে।
  • সাধারনত আমরা ই-মেইল, হোয়াটসঅ্যাপ, স্কাইপ, এনিডেস্ক বা টিম ভিউয়ারে সাপোর্ট প্রদান করে থাকি। তবে প্রয়োজন বিশেষে কাস্টোমারের সাইটের একসেস ইনফরমেশন নিয়ে আমরা নিজেরা কাজ করে দেই।
  • যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান/ কাস্টোমার আজাদ ওয়েব আইটিকে ওয়ার্ক অর্ডার দিয়ে কাজ শুরুর নির্দেশনা দিয়ে অতপর ওয়েবসাইট/ সার্ভিসটি নিতে অনীহা প্রকাশ করে এবং পরিপূর্ণ অর্থ পরিশোধ না করে অবশ্যই আজাদ ওয়েব আইটি বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী উক্ত ব্যক্তির বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে।
  • আজাদ ওয়েব আইটি যেহেতু বিভিন্ন প্রিমিয়াম থিম বা  প্লাগিন/ টুলস বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিনে ব্যবহার করে থাকে তাই ক্ষেত্র বিশেষে অন্য কোন ওয়েবসাইটের সাথে তা মিলে যেতে পারে, এই ক্ষেত্রে আজাদ ওয়েব আইটি দায়ী নহে।
  • পরিপূর্ণ  শর্তবলী না পড়িয়া কোন কাস্টোমার যদি সার্ভিস নেয় ও আমাদের বিরোদ্ধে এমন কোন তথ্যাদি উপস্থাপন করার চেষ্টা করে যা তার আগেই জানার দরকার ছিলো তাহলে তার দাবি অযৌক্তিক বলে গন্য হবে।

তারিখ: 12/05/2024

error: Content is protected !!